অঞ্জলী লহ মোর সঙ্গীতে - নজরুল গীতি Lyrics
Singer | Sandhya Mukherjee |
Music | Kazi Nazrul Islam |
Song Writer | Kazi Nazrul Islam |
Lyrics :
অঞ্জলি লহ মোর সঙ্গীতে,
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে
সঙ্গীতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু'লে দু'লে ওঠে আমার দেহখানি
আরতি নৃত্যের ভঙ্গীতে
সঙ্গীতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
পুলকে বিকশিল প্রেমের শতদল
পুলকে পুলকে বিকশিল প্রেমের শতদল
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
তোমার মুখে চাহি আমার বাণী যত
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত
তোমার পদতলে রঞ্জিতে
সঙ্গীতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে
সঙ্গীতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
0 Comments